সংবাদ শিরোনাম ::
বুধবার ভূমিকম্পে বিধস্ত তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসক দল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভূমিকম্পে বিধস্ত তুরস্কে চিকিৎসক ও উদ্ধারকারী দুটি দল পাঠাচ্ছে বাংলাদেশ। উদ্ধার কাজের পাশাপাশি চিকিৎসাসেবায় নিয়োজিত থাকবেন তারা। ১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।
আর চিকিৎসা সহায়তায় চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি মেডিক্যাল দলও তুরস্কে যাচ্ছে। মঙ্গলবার বিদেশমন্ত্রক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ বিমানবাহিনীর বিমান (সি-১৩০) যোগে দু’টি দল বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়।




















