সংবাদ শিরোনাম ::
বিষাক্ত মদপানে ভারতে ৩৭ জনের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
বিষাক্ত মদপানে ভারতের তামিলনাড়ুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জনেরও বেশি। এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, বিষাক্ত মদপানের পর অন্তত ২৯ জন মারা যান। পরে হাসপাতালে ভর্তি অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
বিষাক্ত মদপানে নিহত অনেকে করুনাপুরাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় এক নারী তার ছেলেকে হারিয়েছেন। তিনি জানান, তার জেলে প্রচণ্ড পেটে ব্যথায় ভুগছিল এবং চোখ খুলতে পারছিল না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়।
তামিলনাড়ুর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ভেজাল মদ পানের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিনজনকে গ্রেফতার করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।



















