পেঁয়াজ আমদানির ঘোষণা একরাতে কেজিতে কমল ২০টাকা
- আপডেট সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
রবিবার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার সঙ্গে সঙ্গে একরাতে পাইকারী বাজারে পেঁয়াজের কেজি ২০ টাকা কমলে। এতে স্পষ্ট প্রমাণ হয় মজুদদারদের কারসাজিতে ভরমৌসুমেও শ’ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছে ভোক্তাদের। তবে এই মজুদদার গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শস্তির আওতায় আনার কোন পদক্ষেপের কথা জানা যায়নি।
কৃষকদের কথা চিন্তা করে ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে হাসিনা সরকার। এই সুযোগে পেঁয়াজের মজুদ গড়ে তোলায় বাজারে একলাফে ৩৫ টাকার পেঁয়াজ ৬০ টাকায় পৌঁছে। কৃত্রিম সংকটে পেঁয়াজের কেজি শ’ টাকায় পৌছায়। মজুদের কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে একথা প্রকাশ্যে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আর কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি করা হবে। ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশি পেঁয়াজের প্রতি কেজি ২০ টাকা পর্যন্ত কমেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি ৮০ থেকে ৮৫ টাকার পেঁয়াজ সোমবার প্রকারভেদে বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকায়।
এখানের পাইকারী ব্যবসায়ীরা বলছে, আমদানির অনুমতির ঘোষণার পর দাম অনেক পড়ে গেছে। দাম আরও কমবে, এ আশায় কেউ পেঁয়াজ কিনছেন না। ভারতে পেঁয়াজের দাম অনেক কম। সেই পেঁয়াজ আসলে দাম আরও কমবে।




















