ত্রিপুরায় উল্টোর যত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে নিহতদের পরিবারকে ছয় লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ত্রিপুরায় উল্টোরথায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জন শিশুসহ ৭ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। আহতদের কুমারঘাট, ফটিকরায়, কৈলাসহর ও আগরতলায় চিকিৎসাধিন। কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে নিহতদের পরিবারকে ছয় লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের চার লক্ষ টাকা আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই দুর্ঘটনায় ৬০ শতাংশেরও বেশী আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৪০ থেকে ৬০ শতাংশ আহতদের ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার কুমারঘাটে উল্টোরথ যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এদিন সন্ধ্যায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন শেষে কুমারঘাট স্থানীয় পিডব্লিউডি ডাক বাংলোয় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। আমি গভীর মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবার পরিজনদের পাশে রয়েছে।

স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিক এবং রাজ্যস্তরীয় প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় আহতদের চিকিৎসার প্রয়োজনে বহিঃরাজ্যে নিয়ে যেতে হলে সরকার তার ব্যয়ভার বহণ করবে।
মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় এবং বিধায়ক ভগবানচন্দ্র দাস উপস্থিত ছিলেন।
অন্যান্য বছরের মতো এবছরও ঊনকোটি জেলার কুমারঘাটে স্থানীয় ইসকনের উদ্যোগে বুধবার উল্টোরথের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। বিকেলের দিকে উত্তর পাবিয়া ছড়ার দিকে যাওয়ার সময় গীতাঞ্জলী অডিটরিয়ামের কাছে জাতীয় সড়কের উপর রথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই অগ্নিনির্বাপকের উদ্ধারকারী দল নিহত ও আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।




















