তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সোমবার বিকেল ৪টার কিছু আগে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সাধারণ দৃষ্টিভঙ্গির আদান-প্রদান হয় বলে জানা গেছে।
এর আগে একই দিন বেলা ১১টার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। ওই সাক্ষাৎও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।



















