ডেঙ্গুতে অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল, চলতি বছরে প্রাণহানি ২৪৯

- আপডেট সময় : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৪৯ জনে। শুধু অক্টোবরেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিনে নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৮৪০ জন রোগী, যার মধ্যে ১ হাজার ১৯ জন ঢাকার এবং ১ হাজার ৮২১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।
অধিদপ্তর জানায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩১০ জন, চট্টগ্রামে ১১৪ জন, বরিশালে ১৩৯ জন, রাজশাহীতে ৬০ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে দুইজন রয়েছেন।
মাসওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর ছিল সবচেয়ে মারাত্মক মাস তাতে ১৫ হাজার ৮৬৬ জন আক্রান্ত ও ৭৬ জনের মৃত্যু হয়। জুলাইয়ে আক্রান্ত হন ১০ হাজার ৬৮৪ জন, মারা যান ৪১ জন। জানুয়ারিতে ১১৬১ জন আক্রান্ত ও ১০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য তারা ২০০০ সাল থেকে সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর, সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জন মারা যান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত, জমে থাকা পানি ও মশার বংশবিস্তার রোধে ব্যর্থতাই ডেঙ্গুর বিস্তারের মূল কারণ। নিয়ন্ত্রণে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।