ডিএসইতে একদিনে লেনদেন কমলো ২১১ কোটি টাকা
- আপডেট সময় : ০৯:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ২১১ কোটি ৬৯ লাখ টাকা কম। এদিন লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আগেরদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সূচক কমলেও বেড়েছে লেনদেন। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা গেছে।ডিএসইতে বুধবার কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ১৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ২২৪ দশমিক ৩৬ পয়েন্টে ও ১ হাজার ১৩৫ দশমিক ৫২ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৮১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৮৫৪ দশমিক ৩৮ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২১১ কোটি ৬৯ লাখ টাকা।
এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন একটি বাদে বাকি সব সূচকের মান কমেছে। বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ১১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯৪২ দশমিক ৮৩ পয়েন্টে ও ৮ হাজার ৯৮৬ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৪ দশমিক ৬৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৭৪ দশমিক ৮৫ পয়েন্টে ও ১১ হাজার ৫০৯ দশমিক ০৬ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮ দশমিক ৭৯ পয়েন্টে।
তবে সিএসইতে বুধবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৯ লাখ টাকা।
সিএসইতে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারদর।



















