ডাকাতির স্বর্ণ গলিয়ে পাত আকারে বিক্রি
- আপডেট সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ধরা পড়ে যাবার আশঙ্কা থেকেই ডাকাতির স্বর্ণ গলিয়ে পাত বানিয়ে বিক্রি করতো তাঁতীবাজারের একটিন ব্যবসায়ী চক্র। ডাকাতির স্বর্ণ ও স্বর্ণালংকার কম দামে কিনে পরে গলিয়ে পাত আকারে বিক্রি করে আসছিলেন তাঁতীবাজারের একটি অসাধু স্বর্ণ ব্যবসায়ী চক্র।
ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য হাতে আসে ঢাকা জেলা পুলিশ। সরাসরি এসব স্বর্ণ বিক্রি করতে গেলে ধরা পড়ার আশঙ্কা থাকে। তাই আগুনে গলিয়ে বিভিন্নভাবে তা বিক্রির চোরাপথ পথ বেচে নেয়। স্বর্ণ ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পায় পুলিশ।
কেরানীগঞ্জের জৈনপুরে র্যাব পরিচয়ে স্বর্ণ ডাকাতির অভিযোগে পেশাদার ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। গত মঙ্গলবার ঢাকার আশপাশে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে একজন ড্রাইভার মোশারফ। যার কাছ থেকে একটি এলিয়ন প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-২৪৬৭) এবং ড্রাইভার ইব্রাহিম ওরফে ডাক্তারের হেফাজত থেকে একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৫১৯৭) ডাকাতির কাজে ব্যবহৃত আলামত হিসেবে জব্দ করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্র বলছে, ডাকাতি, চুরি কিংবা লুণ্ঠন হওয়া বিভিন্ন ধরনের স্বর্ণালংকার কম দামে কেনে তাঁতীবাজার এবং আশপাশের অসাধু ব্যবসায়ীরা। গত ৪ সেপ্টেম্বর কেরানীগঞ্জের জৈনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুনীল মণ্ডল তার দোকান (পায়েল জুয়েলার্স) বন্ধ করে ব্যাগ নিয়ে বাসায় ফেরার পথে তাকে বহন করা মাইক্রোবাস থামায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একটি দল।
এ সময় তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। ব্যাগে ৩৪ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল। এরমধ্যে ২৮ ভরি স্বর্ণের আনুমানিক দাম ৩৪ লাখ টাকা ও ২২ ভরি রুপার আনুমানিক দাম ২৮ আটাশ হাজার টাকা। তাছাড়া নগদ আশি হাজার টাকা, চেকবই ও বিভিন্ন হিসাবের রেজিস্টার নিয়ে যায় ডাকাতরা।




















