জিআই পণ্যের মর্যাদা পেল বগুড়ার দই
- আপডেট সময় : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বগুড়ার দৈনিক বলা হলেও এটি মূল তৈরি হয়, বাংলাদেশের উত্তর জনপদের বগুড়া জেলার শেরপুর উপজেলায়। বগুড়ার বিখ্যাত দৈ এবারে ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেল। শিল্প মন্ত্রকের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) গত ২৬ জুনের সভায় এর অনুমোদন দেয়।
বগুড়ার দই ছাড়াও জিআই স্বীকৃতি পাওয়া পণ্যগুলোর মধ্যে শেরপুর জেলার তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এ নিয়ে দেশের ১৫টি পণ্য জিআই স্বীকৃতি পেল। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, জল, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর তৈরি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়।

দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি। এছাড়া স্বীকৃতির তালিকায় রয়েছে, ইলিশ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহীর সিল্ক, শীতলপাটি, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। নতুন করে তালিকায় যুক্ত হলো বগুড়ার দইসহ চার পণ্য।




















