জাতীয় নির্বাচন সামনে রেখে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৪০৫ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উপস্থিত মুক্তিযোদ্ধা : নিজস্ব ছবি
মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আয়েশা আক্তার , কুমিল্লা
বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় একাত্তরের মুক্তিযদ্ধ। দীর্ঘ ন’মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা সমাজের অতন্দ্র প্রহরী।
বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য নিজেদের দায়িত্ব পালন সম্পর্কিত এক মতবিনিময় সভা শনিবার কুমিল্লা টাউন হল ‘মুক্তিযোদ্ধা কর্ণারে’ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাতিত্ব করেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সহ সভাপতি কমান্ডার সফিউল আহমেদ বাবুল। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ভূঁইয়া, কুমিল্লা জেলার সাবেক ডেপুটি কমান্ডার শৈলপতি চৌধুরী নন্দন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সাজু, সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা জিএম শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সন্তান কমান্ডের নাজমুল হুদা ইকবাল প্রমুখ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন, আওয়ামী সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, কিন্তু দূঃখের বিষয় মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং বর্তমান প্রজন্ম আজ পথভ্রষ্ট। আগামীতে যেন রাজাকার-আল বদরের দল ক্ষমতায় আসতে না পারে, সে জন্য মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এক হয়ে কাজ করতে হবে।
বরুড়া উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইকবাল বক্তব্যে বলেন, প্রিয় সন্তান কমান্ডের ভাইয়েরা আপনারা যারা এদিক সেদিক ঘুরপাক খাচ্ছেন, এখনো সময় আছে নৌকায় উঠে আসুন। রাজাকারের দল ছেড়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করুন।
কুমিল্লা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, আমরা মুক্তিযোদ্ধারা জীবনের শেষ পর্যায়ে এসে মুক্তিযোদ্ধা ভাতা, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ যে সম্মান ও সুযোগ সুবিধা পাচ্ছি তার সবটুকু অবদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এ বয়সে অনেকেই পরিবারের বোঝা হয়ে দিন কাটায়, অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে কেউ খোজ পর্যন্ত নেয় না। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য আমরা পরিবারে, সমাজে তথা দেশের সর্বত্র সম্মানীত, তাঁর মনোনীত প্রার্থীকে দলীয় নেতা হিসেবে মেনে নিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
সভাপতির বক্তব্যে কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, বঙ্গবন্ধুর কন্যা আমাদের সম্মান দিয়েছেন। আমরা তাঁকে সম্মানের সাথে আগামী নির্বাচনে তাঁর হাতকে শক্তি করতে কাজ করে যাবো, এটাই আমাদের সংকল্প।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগে সহ সভাপতি নির্বাচিত করায় আ.ক.ম বাহাউদ্দিন বাহার এম.পির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সফিউল আহমেদ বাবুল আসন্ন নির্বাচনে কুমিল্লা সদরের এমপি বাহার উদ্দীন বাহারকে নৌকায় মনোনয়ন দেওয়া হয়, সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন, সম্প্রতি চৌদ্দগ্রামে বিবাদমান দুটি রাজনৈতিক দলের হানাহানির মাঝে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার উপর যে সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে, তা খুবই নিন্দনীয় এবং গর্হিত। আমরা শীঘ্রই এর বিচার চাই, এবং এই গর্হিত কাজের প্রতিবাদে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করবো।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি নৌকার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে যা কিছু করা দরকার সেসব বিষয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে একমত হন।
মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার এম.এম সেলিম, সহঃ কমান্ডার জাহিদ হাসান, রেজাউর রহমান বুলবুল, ফজলুর রহমান সরকার, ডাঃ মোশারফ হোসেন, গোলাম হোসেন ভূঁইয়া সন্তান কমান্ডের ওমর ফারুক বাবলু, জাকির হোসেন, কাজী গিয়াস উদ্দিন, আক্তার হোসেন, মাসুক মিয়া, জয়নাল আবেদীন, নোয়াফ আহমেদ জয়, সুমনসহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















