চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা
- আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের আর মাত্র ছয়মাস বাকী। দেশজুড়ে নির্বাচনী কলাকৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের ছোট-বড় রাজনৈতিক দলগুলো। নির্বাচনকে সামনে রেখে ২৬ আগস্ট চীন সফরে যাচ্ছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
চীন সফর শেষে প্রতিনিধি দলটি ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। প্রতিনিধি দলের সদস্য হিসাবে থাকছেন, দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ। শুক্রবার দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।
এদিকে ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন। সেখানে তিনদিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




















