চলন্ত বাসে সন্তান প্রসব!
- আপডেট সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ৩৬২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
অবশেষে চলন্ত বাসেই সন্তানকে পৃথিবীর আলো দেখালেন মা। মাকেই ঈশ্বর মানা হয়। তিনি যে গর্ভধারিনী। সেই অর্থে এই পৃথিবীও তার। ঘটনাটি বাংলাদেশে।
ঢাকা থেকে বাস যোগে কক্সবাজারের চকরিয়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। কিন্তু তিনি বাবার বাড়ি পৌঁছাতে পারেননি। সোমবার গভীর রাত।
বাসেই তার প্রসব বেদনা শুরু হয়। এসময় মানবিক আবেদনে সাড়া দেন বাস যাত্রী-চালক। সবার সহযোগিতায় বাসটি পটিয়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ছুটে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা। কিন্তু মায়ের শারীরিক অবস্থা নাজুক থাকায় গাড়িতেই প্রসব করানো হয়। এরপর মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এ চিকিৎসক রাজিব দে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের সহযোগিতায় অন্তঃসত্ত্বা নারীর প্রসব সম্পন্ন হয়।
গভীর রাতেও এমন পরিস্থিতিতে ছুটে গিয়ে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ হাসপাতালের পক্ষ থেকে সামান্য উপহারের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, মা ও শিশুকে বাঁচানোর পেছনে সবার সহযোগিতা ছিল। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, গাড়িতে থাকা চালক, যাত্রীরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।
























