২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৬৯%, বড় ধাক্কা সেবা খাতে
২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ১৪ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা। গত অর্থবছরের একই সময়ে এ আকার ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা।
বিবিএস জানায়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১ দশমিক ৯৬%, ৪ দশমিক ৪৮% ও ৪ দশমিক ৮৬%। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৮৭%, ৪ দশমিক ৪৭% ও ৪ দশমিক ৬২%।
চার প্রান্তিকের সম্মিলিত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগে স্থবিরতা সামগ্রিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে সেবা ও কৃষি খাতের মন্থর গতি এ প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি, শিল্প ও সেবা—তিনটি প্রধান খাতেই প্রবৃদ্ধি কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে সেবা খাতে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারের সাময়িক হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা), ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা)। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্য ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ২ দশমিক ১৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে প্রথম তিন কোয়ার্টারে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১ দশমিক ৯৬ %, ৪ দশমিক ৪৮% ও ৪ দশমিব ৮৬%, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭%, ৪ দশমিক ৪৭% ও ৪ দশমিক ৬২%। চার কোয়ার্টারের সম্মিলিত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে স্থূল দেশজ উৎপানের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।
কৃষি খাতঃ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ৪ দশমিক ১১ শতাংশ । ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০ দশমিক ৬২%, ৪ দশমিক ০৯% ও ৪ দশমিক ০২% যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ০ দশমিক ৭৬%, ১ দশমিক ২৫% ও ২ দমমিক ৪২%।
শিল্প খাতঃ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ১ দশমিক ০৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৭.৭৮%, ১.০৪% ও ৪.৫৫% যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪৪%, ৭.১০% ও ৬.৯১%।
সেবা খাতঃ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ২.৯৬%, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ৩.৬১%। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৫২%, ৭.১০% ও ৪.৩১% যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪১%, ৩.৭8% ও ৫.৮৮%।