গ্রাম পুলিশ কর্তৃব্য পালন করবেন বাইসাইকেলে চড়ে
- আপডেট সময় : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ২২২ বার পড়া হয়েছে
ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ, দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল বিতরণ : ভয়েস একাত্তর
যুগের পর যুগ তারা মাইকে মাইল পায়ে হেটে কর্তব্য পালন করেছেন। হাজারো কষ্টের মধ্যেও তাদের ডাক পড়লে দৌড়ে গিয়ে দায়িত্ব পালন করেছেন হাসিমুখে। সমাজের কর্তব্য পালনকেই
নিজের ব্রত হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু তাদের বেদনার কথা কেউ ভাবেননি। এবারে তাদের নিদানকাল কাটতে শুরু করেছে। নানা কর্মসূচির আওতায় আনা হচ্ছে তাদের। কাজের সুবিধার
জন্য এবারে দেওয়া হলো বাইকেল। হাসিনা সরকারের এই উদ্যোগকে মাইলফলক বলছেন তারা। বাইসাইকেল পেয়ে অনেকে আবেগ-আপ্লুত। এযেন কর্তব্য পালনে আরও বেশি দায়িত্ববোধ
মনে করছেন তারা। দেশের উত্তর জনপদ নীলফামারী জেলা। এক সময় সিট মহল ছিলো বেশ ক’টি। কিন্তু এখন তা বিলুপ্ত। বাংলাদেশের সিটমহলগুলোতে উড়ছে উন্নয়নের পতাকা।
রবিবার জেলার ডোমার উপজেলা সদরে সাজ সাজ রব। উপজেলা পরিষদ হলরুম ভর্তি দর্শক। সভাপতির আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। প্রধান অতিথির আসনে
রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডিডি এলজি আব্দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান
ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিন। এই সমৃদ্ধ আয়োজন ডোমার উপজেলা প্রশাসনের। কর্তব্যরত গ্রাম
পুলিশ, দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল বিতরণ। এদিন ৮৭টি বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে আজ সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ আজ স্বপ্ন দেখার দেশ নয়, স্বপ্ন
বাস্তবায়নের দেশে পরিণত হয়েছে। বিশ্বের বহুদেশ বাংলাদেশের উন্নয়নের মডেল অনুসরণ করে থাকে। করোনা অতিমারীতেও একের পর এক মেগা প্রকল্প এগিয়ে চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল,
কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি হয়নি বা হচ্ছে বাংলাদেশে? প্রতিটি উন্নয়নই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
তিনি বলেন, এক সময়ে যেখানে কেরোসিন কুপিবাতিই ভরসা ছিলো, সেখানে প্রতিটি গ্রাম আজ বিদ্যুতের আলোয় আলোকিত। প্রতিটি মানুষের সহযোগিতায় সরকারের উন্নয়নের কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন প্রমুখ।
























