খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি
- আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি জানান, ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
মোদি লেখেন, বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য তাঁর আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রয়োজন হলে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তাঁর সরকার প্রস্তুত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।
এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মূল্যায়ন ও চিকিৎসাসেবা দেবেন বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
বিএনপি নেতাকর্মীরা মোদির এই শুভকামনাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আয়োজন করছেন।



















