কিমের সতর্ক বার্তা? ট্রাম্পের সফরের ঠিক আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা
- আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৌঁছানোর ঠিক আগের দিনই নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ট্রাম্পের কোরিয়া সফর ঘিরে যখন আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা তুঙ্গে, তখন এই পরীক্ষাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা।
আজ বুধবার ( ২০ অক্টোবর) স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির পশ্চিম উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এটি ছিল সমুদ্র থেকে স্থলে নিক্ষেপযোগ্য তাদের সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, যা শত্রুদের মনে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দেবে।
যদিও জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। তবুও, পরীক্ষার সময় ও পদ্ধতি আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এখন আমার মনোযোগ চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েই। তবে আমি কিম জং–উনের সঙ্গে দেখা করতে আবারও এই অঞ্চলে আসতে চাই।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কিম জং–উনের প্রতি বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। কিন্তু তার কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোকে কিমের ‘সেই বন্ধুত্বের হাত প্রত্যাখ্যানের বার্তা’ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে। এরপর তিনি যান জাপানে এবং সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান আজ বুধবার।
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দক্ষিণ কোরীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ১৫ শতাংশে বলবৎ রাখার বিষয়টি আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার বিষয়েও লির ওপর চাপ রয়েছে।
দক্ষিণ কোরিয়া সফর দিয়েই ট্রাম্পের চলতি এশিয়া সফরের পরিসমাপ্তি ঘটবে।


















