কাবুলে বিমানবন্দরে উড্ডয়নের পরই ইতালির সামরিক বাহিনীর ফ্লাইটে গুলি
- আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
কাবুল বিমানবন্দরে উড্ডয়নের পরপরই ইতালির সামরিক বাহিনীর একটি ফ্লাইটকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। কারা এই গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। এ ঘটনায় কোনো ক্ষতি হয়নি। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ।
বিমানটির এক ইতালীয় যাত্রী সংবাদমাধ্যম স্কাই২৪টিজিকে বলেছেন, ইতালির বিমানটিতে প্রায় ১০০ বেসামরিক আফগান নাগরিককে পরিবহন করা হচ্ছিল। কাবুুল থেকে উড্ডয়নের পরই বিমানটি লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে।
এর আগে বিদেশ দপ্তর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিদেশ দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য। যদি ওই এলাকায় কেউ থাকে, তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
কিন্তু বিদেশ দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থিদের সঙ্গে আইএসের সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছেন।
























