‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে সিইসি: কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে ইনশাআল্লাহ
- আপডেট সময় : ১২:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ইউথ ভোটার অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দৃঢ় কণ্ঠে বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং সবার সহযোগিতায় একটি সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব।
অনুষ্ঠানে সিইসি ‘ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল’ নির্বাচনের ব্যাখ্যা তুলে ধরে বলেন, এমন নির্বাচনই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি-যেখানে সকল যোগ্য নাগরিক নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, ভোটগ্রহণ হবে জোর-জুলুম ও কারচুপিমুক্ত এবং ফলাফল হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। এই প্রক্রিয়াই জনগণের আস্থা অর্জন করে এবং গণতন্ত্রকে সুসংহত করে।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। তরুণদের সঙ্গে নিয়ে আমরা একটি স্মরণীয় নির্বাচন উপহার দিতে চাই। তিনি তরুণদের শুধু ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্যদের ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানান।
তরুণদের শক্তি, সৃজনশীলতা ও উদ্যমকে দেশের ভবিষ্যৎ গঠনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তোমাদের ক্রিয়েটিভিটি ও এনার্জি ছাড়া দেশ গড়া সম্ভব নয়। বিশাল তরুণ জনগোষ্ঠী আমাকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে।
সিইসি এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, যা গত ৫৪ বছরে হয়নি।
পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোটদান প্রক্রিয়ায় যুক্ত প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, যারা আগে ভোট দিতে পারতেন না, তাদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। কারাবন্দী ব্যক্তি, কনস্টিটুয়েন্সির বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করাও এ নির্বাচনের উল্লেখযোগ্য নতুনত্ব।
এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কথাও জানান সিইসি। তিনি বলেন, আমরা সাহসী পদক্ষেপ নিয়েছি। তোমাদের অংশগ্রহণ থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি পুনর্ব্যক্ত করেন, নির্বাচন নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। সবাইকে সাথে নিয়েই নির্বাচন হবে। যত উদ্বেগই থাকুক, সেগুলো ঝেড়ে ফেলে প্রস্তুতি নিন, আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দেব।




















