winter clothes : বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ১২:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহ্মিদা হান্নান এর দিক-নির্দেশনায় আরো ব্যাপক ভাবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা সমূহের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে ১১০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এই কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী এ বছর ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
ঢাকা এলাকার তেজগাঁও, ক্যান্টনমেন্ট, মিরপুর, কমলাপুর রেলওয়ে স্টেশনের ছিন্নমূল শীতার্ত মানুষ এবং গুলশান এলাকার বিভিন্ন ফুটপাতে ছিন্নমূল ঘুমন্ত শীতার্তদের মাঝে এবং এতিমখানার শিশুদের মাঝে বাফওয়ার নিজ হস্তে শীতবস্ত্র (কম্বল) বিতরণকরেন তাহ্মিদা হান্নান। আইএসপিআর