ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

Vande Bharat Express : বন্দে ভারতের মেনুতে বাঙালি খাবারের নানা পদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৩৩৫ বার পড়া হয়েছে

বন্দে ভারত এক্সপ্রেস : ফাইল চিত্র

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি তরফে জানানো হয়েছে, সেমি হাই-স্পিড এই ট্রেনের মেনুতে থাকছে বাঙালি খাবারের নানা পদ। বাঙালির খাদ্যাভাসকে মাথায় রেখেই মেনু সাজানো হয়েছে’

অনলাইন ডেস্ক

হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’র মেনুতে চমক। রেলের অধীনস্ত সংস্থা আইআরসিটিসি-র তরফে জান নো হয়েছে, সেমি হাই-স্পিড এই ট্রেনের মেনুতে থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালির খাদ্যাভাসকে মাথায় রেখেই এই মেনু ঠিক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

মেনুর সম্ভাব্য তালিকায় লুচি, চানা মশলা। মধ্যাহ্নভোজে থাকছে বাঙালির প্রিয় কষা মাংস, মাছের ফিলে। মুরগি এবং খাসির মাংস। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী মাংস বেছে নিতে পারবেন। মিষ্টিপ্রিয় বাঙালির খাদ্যরুচির কথা মাথায় রেখেই মেনুতে থাকছে একাধিক মিষ্টি। থাকছে সন্দেশ, রসগোল্লা, এমনকি মিষ্টি দইও।

আগেই বন্দে ভারতের ভাড়ার তালিকা প্রকাশ করেছিল রেল। এসি চেয়ারকারে চেপে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে যাত্রীপিছু খরচ পড়বে ১,৫৬৫ টাকা। খাবার এবং কর সমেত। চাইলে কোনও যাত্রী ট্রেনে পরিবেশন করা খাবার না-ও নিতে পারেন। খাবার বাদ দিলে টিকিটের দাম কমবে ৩৭৯ টাকা।

সে ক্ষেত্রে টিকিটের দাম হবে ১,১৮৬ টাকা। এই ট্রেনের এগজিকিউটিভ ক্লাসের টিকিটের দাম পড়বে ২,৮২৫ টাকা। খাবার এবং কর সমেত। চাইলে খাবার বাদ দেওয়া যাবে। এগজিকিউটিভ ক্লাসে খাবারের দাম ৪৩৪ টাকা। সে ক্ষেত্রে টিকিটের দাম পড়বে ২,৩৯১ টাকা।

বন্দে ভারত এসি চেয়ারকারে খরচ কম পড়বে ১,৪৪৫ টাকা। খাবারের দাম বাদ দিলে খরচ ১,১৮৮ টাকা। এগজিকিউটিভ ক্লাসে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় আসার জন্য এক জনের খরচ পড়বে ২,৬৭০ টাকা। খাবার ও কর সমেত। খাবার নিতে না চাইলে ২৭৯ টাকা বাদ যাবে। সে ক্ষেত্রে খরচ হবে ২,৩৯১ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Vande Bharat Express : বন্দে ভারতের মেনুতে বাঙালি খাবারের নানা পদ

আপডেট সময় : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

‘রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি তরফে জানানো হয়েছে, সেমি হাই-স্পিড এই ট্রেনের মেনুতে থাকছে বাঙালি খাবারের নানা পদ। বাঙালির খাদ্যাভাসকে মাথায় রেখেই মেনু সাজানো হয়েছে’

অনলাইন ডেস্ক

হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’র মেনুতে চমক। রেলের অধীনস্ত সংস্থা আইআরসিটিসি-র তরফে জান নো হয়েছে, সেমি হাই-স্পিড এই ট্রেনের মেনুতে থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালির খাদ্যাভাসকে মাথায় রেখেই এই মেনু ঠিক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

মেনুর সম্ভাব্য তালিকায় লুচি, চানা মশলা। মধ্যাহ্নভোজে থাকছে বাঙালির প্রিয় কষা মাংস, মাছের ফিলে। মুরগি এবং খাসির মাংস। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী মাংস বেছে নিতে পারবেন। মিষ্টিপ্রিয় বাঙালির খাদ্যরুচির কথা মাথায় রেখেই মেনুতে থাকছে একাধিক মিষ্টি। থাকছে সন্দেশ, রসগোল্লা, এমনকি মিষ্টি দইও।

আগেই বন্দে ভারতের ভাড়ার তালিকা প্রকাশ করেছিল রেল। এসি চেয়ারকারে চেপে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে যাত্রীপিছু খরচ পড়বে ১,৫৬৫ টাকা। খাবার এবং কর সমেত। চাইলে কোনও যাত্রী ট্রেনে পরিবেশন করা খাবার না-ও নিতে পারেন। খাবার বাদ দিলে টিকিটের দাম কমবে ৩৭৯ টাকা।

সে ক্ষেত্রে টিকিটের দাম হবে ১,১৮৬ টাকা। এই ট্রেনের এগজিকিউটিভ ক্লাসের টিকিটের দাম পড়বে ২,৮২৫ টাকা। খাবার এবং কর সমেত। চাইলে খাবার বাদ দেওয়া যাবে। এগজিকিউটিভ ক্লাসে খাবারের দাম ৪৩৪ টাকা। সে ক্ষেত্রে টিকিটের দাম পড়বে ২,৩৯১ টাকা।

বন্দে ভারত এসি চেয়ারকারে খরচ কম পড়বে ১,৪৪৫ টাকা। খাবারের দাম বাদ দিলে খরচ ১,১৮৮ টাকা। এগজিকিউটিভ ক্লাসে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় আসার জন্য এক জনের খরচ পড়বে ২,৬৭০ টাকা। খাবার ও কর সমেত। খাবার নিতে না চাইলে ২৭৯ টাকা বাদ যাবে। সে ক্ষেত্রে খরচ হবে ২,৩৯১ টাকা।