Subarna Express : ভাড়া বাড়ল ‘সুবর্ণ এক্সপ্রেসে’র
- আপডেট সময় : ০৮:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাসের ভাড়া আগেই বেড়েছিল। বাকী ছিল ট্রেন। এবারে বাড়ল ট্রেনের ভাড়া। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসের এসি ৮০ টাকা এবং নন-এসি শোভন চেয়ার ২৫ টাকা ভাড়া বাড়িয়েছে রেলভবন। আর এই বাড়তি ভাড়া গুণতে হবে ২৫ জানুয়ারি থেকে।
সুবর্ণতে দুই ধরনের আসন রয়েছে। এর মধ্যে শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৩৮০ টাকার সঙ্গে ২৫ টাকা যোগ হয়ে দাঁড়াবে ৪০৫ টাকা। এসি সিট ভ্যাটসহ ৭২৫ টাকার সঙ্গে ৮০ টাকা যোগ হয়ে ভ্যাটসহ ৮০৫ টাকা হয়েছে।
বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম রুটে দুটো সরাসরি ট্রেন চলাচল করছে। এর একটি সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস। সোনার বাংলায় আগে থেকেই শোভন সিটের ভাড়া ৬০০, স্নিগ্ধ্যা ১০০০ এবং এসি ১১০০ টাকা ভাড়া নির্ধারণ রয়েছে। যেহেতু সুবর্ণও সরাসরি চলাচল করে থাকে, তাই ভাড়া সমন্বয় করা হয়েছে বলে জানায রেলকর্তৃপক্ষ।
সোমবার বিরতি দিয়ে সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকা এবং বিকাল সাড়ে ৪টা নাগাদ চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। সোনার বাংলার বিরতি মঙ্গলবার। এটি প্রতিদিন সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রাম এবং বিকাল ৫টা নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে আসে।




















