সংবাদ শিরোনাম ::
SILPI MAHAMUDA : শিল্পী মাহমুদার কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে
কবিতা স্পর্শের পরখে
মেঘ হই , হই বর্ষন
ভালোবাসার টানে হবে মধ্যাকর্ষণ ।
দুপুর হবো ,
তোমার সাথে পথ চলবো
সুখের আদিপদ্ম হয়ে ,
জীবনের মানে বুঝে
মনের না বলা কথা খুঁজে
চলবো তোমার সাথে ।
বিকেল হবো
তোমার অরন্যে রবো ,
যেখানে ক্লান্ত পাখির কিচিরমিচিরে ,
সূর্য ঢলে পড়বে ধীরে
তুমি সেই পথে আসবে ফিরে ।
আর রাত !!
সে তো আমার অজস্র কথামালা
ধ্রুবলোকের চোখে তারার খেলা ,
আমার জীবনের স্বপ্ন দেখার মেলা ।
যেনো ভালোবাসাতে আপ্লুত এই মন
দেখে তখন কত নতুন স্বপন
আগত আলোর গগন ।
আর সকাল —-
স্নিগ্ধ জীবনের ক্ষনে
স্বপ্ন পড়বে মনে ,
অপলকের দোলকে
স্পর্শের পরখে
ঐ সে জীবন
সারাক্ষণ ।
তোমার আমার
নীরবতা ভেঙে তুমি এসো ,
বিমুগ্ধ নয়নে পাশে বসো
স্বপ্ন দেখি জীবনের ।
জীবন প্রানে
আত্মায় জড়িয়ে মনে
থাকবো প্রাণে ॥


























