সংবাদ শিরোনাম ::
Shivani Biswas : শিবানী বিশ্বাস’র কািবতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১৮৮ বার পড়া হয়েছে
এবার মুক্তি দাও
এবার আমায় মুক্তি দাও,
সত্যি বলছি , এবার মুক্তি দিয়ে দাও।
তুমি ছেড়ে না দিলে পরে ,
যেতে আমি পারছিনা যে।
সহ্য করতে ও আর পারি না ,
এমন ছলনা ভরা খেলা ।
ওই ছল ভরা মন,
আর এ জল ভরা চোখে,
অমূল্য কথারাশি, কণাটুকুও পৌঁছেনা ও দ্বারে।
তুমি মুক্তি না দিলে , আমি মুক্তি পাবনা…
এমন করে মন ঘুরে ঘুরে মরে,
ভালবাসার চারিপাশে।
ছেড়ে দাও এবার,এমন মেঘলা দিনে ,
মন খারাপ নিয়ে কাতর আকুতি..
মুক্তি দাও আমায়;
দিন চলে গেল, রাত ভোর হতে চললো;
স্নোদের মাতামাতি রুদ্ধ
আর আনন্দ কোলাহল…
আসবে বলে মাটির বুকে,মুক্তি পেল ওরা
আমার মুক্তি হল না !
মুক্তি দাও এবার ,প্রাণটা বাঁচাই
তা যদি না হয় তবে,ভালবাসায় ফেরাও আমায়।
ভালবাসার মুক্তি মিলবে কি?
জার্সি সিটি
16/12/2020


























