সংবাদ শিরোনাম ::
Russian ship Ursa Major : রূপপুর পারমাণবিক পণ্যবাহী রুশ জাহাজ চীনের পথে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে আসা রাশিয়ার পতাকাবাহী জাহাজ উরসা মেজর শেষ পর্যন্ত চীনের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া জাহাজটি বাংলাদেশে পণ্য খালাস করতে না পেরে ভারতে খালাসের চেষ্টা করেছিল। সেখানেও ব্যর্থ হয়ে সেটি এখন চীনের পথে রয়েছে।
এদিকে রবিবার বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া নিষেধাজ্ঞার জাহাজ পাঠাবে তা বাংলাদেশ আশা করেনি। জাহাজের পণ্য খালাস নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা রাশিয়াকে বলেছি তাদের যে জাহাজগুলো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সেগুলো ছাড়া অন্য জাহাজে পণ্য পাঠাতে।
নিষেধাজ্ঞার কবলে থাকা জাহাজ গ্রহণ করতে চাই না। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের কাছে তাজ্জব লেগেছে, রাশিয়া জেনেশুনে জাহাজের নাম পরিবর্তন করে পাঠিয়েছে।




















