Russia : রাশিয়াও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে’
- আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
গণতন্ত্রসহ অন্যান্য মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র বিভিন্ন সময়ে মন্তব্য করে আসছে। সম্প্রতি রাশিয়া পশ্চিমা দেশগুলোর এ ধরনের ভূমিকাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল হিসেবে মন্তব্য করেছে।
এমন প্রেক্ষাপটে সাবেক কূটনীতিকরা মনে করেন, বাংলাদেশে দুই বৈশ্বিক শক্তির পেশি প্রদর্শন দেশের জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি করেছে। কারণ, একদিকে পশ্চিমা বিশ্বের মন্তব্য যেমন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট, অপরদিকে রাশিয়ার মন্তব্যও একই নীতিতে জেনেভা কনভেনশনের লঙ্ঘন।
সম্প্রতি শাহীনবাগে বিএনপিকর্মীর পরিবারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেখা করতে যাওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মনে করে রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। রবিবার ঢাকার রুশ দূতাবাস মারিয়া জাখারোভার বিবৃতিটি প্রচার করেছে।



















