সংবাদ শিরোনাম ::
Road accident : মধ্যপ্রদেশে যাত্রী বাস নদীতে মৃত ১৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ২৫১ বার পড়া হয়েছে
নর্মদা নদীতে বাস ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রী বাস নদীতে পড়ে গিয়ে ১৩জন মারা গেছে।
উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদা নদীতে পড়ে যায়। সোমবার ধর জেলায় ঘটনা।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি মহারাষ্ট্রের ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়লে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় ভারী বৃষ্টিপাতের মধ্যেই বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং। আহতদের সু-চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

























