সংবাদ শিরোনাম ::
road accident : ঘণকুয়াশার চাদর, হবিগঞ্জের সড়ক দূর্ঘটনায় ঝরল ৫ প্রাণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৪৬৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
অনলাইন ডেস্ক
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাককের সঙ্গে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। তাদের ৪জন একই পরিবারের সদস্য। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার ভোররাতের ঘটনা।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাবার পথে শাহপুর এলাকায় বালুবোঝাই ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি পিকআ ভ্যান মাইক্রোবাসের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনসহ ৫ নিহত হন।
আহত তালিকায় বেশ কয়েকজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠায়। পুলিশের ধারণা করা হচ্ছে ঘন কুয়ার জন্য এ দুর্ঘটনা।



















