Rampal Power Station : কয়লার মান পরীক্ষার যন্ত্রটি ১৫ দিনেও উদ্ধার হয়নি
- আপডেট সময় : ১১:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
বিদ্যুৎ কেন্দ্রে গত ১৫ মাসে র্যাব ও আনসারের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫৩ চোর। উদ্ধার হয়েছে অন্তত ১ কোটি টাকা মূল্যের মালপত্র। সম্প্রতি কয়লা পরীক্ষার যন্ত্র চুরি হয়েছে। এই যন্ত্র ছাড়া আমদানি করা কয়লার মান যাচাই করা যাবে না। মামলার ১৫ দিনগড়ালেও উদ্ধার হয়নি যন্ত্রটি
ফের রামপাল বিদ্যুৎকেন্দ্রে তামার তার ফের চুরি
অনলাইন ডেস্ক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত কয়লার মান যাই করার ৪৭ লাখ টাকা মূল্যের যন্ত্রটি চুরির ঘটনায় থানায় মামলা হবার পক্ষকাল গত হলেও যন্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, তালাবদ্ধ কক্ষ থেকে গত ১৪ জানুয়ারি যন্ত্রটি চুরি হয়। একাধিক কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করলেও তা খোয়া যাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় ১৫ জানুয়ারি কেন্দ্রের প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থাপক মো. অলিউল্লাহ রামপাল থানায় মামলা করেন। বিন্তু তাতে কাউকে আসামি করা হয়নি। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট ব্যক্তিদের সরাসরি দায়ী করার সুযোগ থাকলেও অজ্ঞাত এবং মামলার তথ্যে গরমিল রয়েছে।

কয়লার মান পরীক্ষার যন্ত্রটি খোয়ার রেস কাটতে না কাটতেই ফের শনিবার বিদ্যুৎকেন্দ্রের তামার তার চুরির ঘটনা ঘটে। কেন্দ্রের সাইলো এলাকা থেকে ১৫ কেজি তামার তার চুিির করে পালিয়ে যাবার সময় মো. তানভির (২৪) ও ওবায়দুল্লাহ শেখ (২৩) নামের দুই চোরকে আটক করে আনসার সদস্যরা। জব্দ করা হয় একটি মোটরবাইক, দুটি মোবাইল ফোন ও তিনটি ক্রেডিট কার্ড। আনসার সদস্যরা জানিয়েছেন, আটককৃতরা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম চুরির সংঘবদ্ধ চক্রের সদস্য।
জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে প্রায়ই নানা জিনিষ খোয়া যেতো। গত ১৫ মাসে র্যাব ও আনসারের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫৩ চোর। উদ্ধার হয়েছে অন্তত ১ কোটি টাকা মূল্যের মালপত্র। সম্প্রতি কয়লা পরীক্ষার যন্ত্র চুরি হয়েছে। এই যন্ত্র ছাড়া আমদানি করা কয়লার মান যাচাই করা যাবে না। মামলা হলেও উদ্ধার হয়নি।




















