Putin-Xi Jinping : ভিডিও কনফারেন্সে পুতিন-শি জিনপিং
- আপডেট সময় : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২২২ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিকেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন ইঙ্গিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। শুক্রবার শি জিনপিং ও পুতিনের মধ্যে ভিডিও কনফারেন্সে বসেন দুই নেতা।
এসময় শি জিনপিং-এর উদ্দেশ্যে পুতিন বলেন, প্রিয় বন্ধু এবং চেয়ারম্যান, ২০২৩ সালের বসন্তে মস্কোতে রাষ্ট্রীয় সফরে আপনার প্রত্যাশা করছি আমরা। আপনার এই সফর বিশ্বকে দেখিয়ে দেবে রাশিয়া ও চীনের সম্পর্ক কতখানি ঘনিষ্ট
মানবজমিন ডেস্ক
আগামী বছরের প্রথম দিকেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার শি জিনপিং ও পুতিনের মধ্যে ভিডিও কলে কথা হয়। এসময় শি জিনপিং-এর উদ্দেশ্যে পুতিন বলেন, প্রিয় বন্ধু এবং চেয়ারম্যান, ২০২৩ সালের বসন্তে মস্কোতে রাষ্ট্রীয় সফরে আপনার প্রত্যাশা করছি আমরা। আপনার এই সফর বিশ্বকে দেখিয়ে দেবে রাশিয়া ও চীনের সম্পর্ক কতখানি ঘনিষ্ট।
আলোচনায় পুতিন জানান, চীন ও রাশিয়ার মধ্যেকার বাণিজ্য এ বছর ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ বছর চীনের সবথেকে বড় তেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে এবং রাশিয়া পাইপলাইন গ্যাস রপ্তানিতেও রাশিয়া দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং এলএনজি রপ্তানিতে ৪র্থ অবস্থানে রয়েছে। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় রাশিয়া-চীন সম্পর্ক সেরা সময় পাড় করছে। রাশিয়া ও চীনের মধ্যেকার সহযোগিতামূলক সম্পর্ক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে।
খবরে বলা হয়, শি জিনপিং-এর এই সফর হতে যাচ্ছে মূলত রাশিয়ার প্রতি চীনের সমর্থন প্রদর্শণের একটি প্রকাশ্য আয়োজন। পুতিন জানিয়েছেন, তিনি চীনের সঙ্গে সামরিক সহায়তা বৃদ্ধির উদ্দ্যোগ নিয়েছেন। জবাবে শি জিনপিংও বলেন, চীন এখন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধিতে প্রস্তুত। এসময় বিশ্বের বর্তমান অবস্থাকে কঠিন বলে আখ্যায়িত করেন।
শি জিনপিং জানিয়েছেন, চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত। আন্তর্জাতিক অঙ্গনে যখন কঠিন পরিবেশ বিরাজ করছে তখন চীন ও রাশিয়া একে অপরের উন্নয়নের সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। সূত্র আল-জাজিরা




















