Pori Moni : রাজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরদিন রক্তমাখা ছবি নিয়ে ফেসবুকে পরীমনি
- আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বিছানায় আর কোল বালিশেও রক্তের দাগ! রক্তমাখা দুটো ছবি নতুন বছরে পোস্ট করলেন পরীমনি। নতুন বছর শুরুর দিন ছবি দুটো পোস্ট করার আগের দিন শনিবার শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন নায়িকা। পরীমণির রক্তমাখা ছবি পোস্ট ঘিরে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়। নিজের ব্যক্তিগত ফেসবুকের দেওয়ালে এই ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন- ‘হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন, লোডিং….’। রক্তমাখা ছবি শেয়ার করে পরীমনি বললেন সোমবার সাংবাদিক বৈঠক করবেন তিনি।
শুক্রবার মধ্যরাতে ফেসবুক পোস্টে পরীমনি লিখেন, স্বামী রাজকে নিজের জীবন থেকে ছুটি দিয়েছেন। সঙ্গে আরও লেখেন, অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করলাম। এমন কথা বলার পর রক্তমাখা ছবি দেখিয়ে ঠিক কী বোঝাতে চাইলেন নায়িকা?

জানা গিয়েছে, গত নভেম্বর মাসে নবদম্পতি পরীমনি ও রাজের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আসে। স্বামী শরীফুল বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এমন অভিযোগ এনেছিলেন পরীমনি। দিন কয়েকের মধ্যে স্বামীর সঙ্গে ফের মিটমাট হয়ে যায় নায়িকার। তবে বছরের শেষদিনই সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী।
গেল ১০ অগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্রসন্তান। চলতি মাসেই ধুমধাম করে ছেলে শাহেম মুহাম্মদ রাজ্যর চার মাসের জন্মদিন উদযাপন করেছিলেন পরীমনি-রাজ। এরই মধ্যে এমন কি ঘটল?
পরীমনির পোস্ট করা ছবি দেখার পর যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেমব প্রশ্নের উত্তর মিলবে পরীমনির সাংবাদিক সম্মেলনেই।



















