সংবাদ শিরোনাম ::
poetry : অপূর্ব কুমার পালের কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ২৯১ বার পড়া হয়েছে
বিজয় দিবস
—————–
সেদিন সবুজ ঘাসে লেগেছিল
রক্তের দাগ,
সেদিন ধানের শীষে ছিন্ন
হয়েছিল বাঙালির গর্বিত ইতিহাস।
স্বাধীনতার দাবীতে যখন আকাশে বাতাসে লেগেছিল হিন্দোল,
পাকসেনার হানাতে লক্ষ বিদ্রোহী রক্তমাখা লাশ
তুলেছিল কোলাহল।
দুলক্ষ নারীর সম্ভ্রম লুটেছিল তারা,
বাংলা মায়ের বীর সন্তান গর্জেছিল
বিদ্রোহের ইশারায়।
একাত্তরের ১৬ ই ডিসেম্বর,
উড়ল নিশান সবুজকেতন।
শোষকের রোষানল নিল বিদায়,
নতুন সূর্যের হল উদয়।
রক্ত দিয়ে কেনা আমার
স্বাধীন দেশ স্বাধীন বাংলা ভাষা,
বিজয়ের আলো ছড়িয়ে পড়ুক,
পৃথিবী শ্রেষ্ঠ দেশ গড়ার আশায়।।

























