Pirzada Kashem : কলকাতা অচল করার হুঙ্কার পিরজাদা কাশেমের
- আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ধর্মতলার ঘটনায় আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন ভাঙড়ের বিধায়ক নওয়াদ সিদ্দিকি। তাঁকে মুক্তি না দিলে এ বার কলকাতা অচল করে দেওয়ার হুমকি দিলেন ফুরফুরা শরিফের আর এক পিরজাদা কাশেম সিদ্দিকি। সোমবার হুগলির জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরিফে ছিল আইএসএফ-এর রাজ্য কমিটির বৈঠক। সেখানেই মন্তব্য কাশেমের। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল।
কাশেম হুমকি দিয়েছেন, নওশাদকে মুক্তি না দিলে তাঁরা আন্দোলনে নামবেন। তিনি বার্তা দেন, আমাদের যত ভক্ত আছেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, আপনারা প্রস্তুতি নিন আগামী দিনে কলকাতা আসার জন্য। এর পর তিনি হুমকি দেন, আমরা কলকাতার রাজপথ অচল করে দেব। নওশাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তাঁর সংযুক্তি, আগামী দিনে আমরা পিরসাহেবেরা কলকাতা আসব।
কাশেমের এ হেন মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মতে, নওশাদের গ্রেফতার ‘স্বাভাবিক’ ঘটনা। পুলিশ নওশাদ এবং তাঁর অনুগামীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তা করেননি বলে অভিযোগ করেছেন কুণাল। পুলিশকে আইএসএফ সমর্থকেরা আক্রমণ করেছে বলেও অভিযোগ করেছেন কুণাল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক কারণেই নওশাদকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সংযোজন, ধর্মগুরুদের রাজনীতিতে জড়িয়ে পড়াটা বাঞ্ছনীয় নয়। সূত্র আনন্দবাজার




















