Palestine : ফিলিস্তিনে থামছে ইসরায়েলি হামলা
- আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
অলনাইন ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের ঘটনাটি প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ ঘটনায় ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।
শরণার্থী শিবিরটিতে বসে জঙ্গিরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করছে, তাদের ধরতেই অভিযান চালায় ইসরায়েল। এর সঙ্গে কিছু ঐতিহাসিক বিষয়ও জড়িত।
ইসরায়েলি সেনাদের গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তিগুলোর বারবার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বিগ্ন বাংলাদেশ। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার দেশটির সেনাদের গুলিতে এক বৃদ্ধাসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

গত বছর পর্যন্ত সেখানে ইসরায়েলের অভিযান বাড়ছিল এবং নতুন প্রজন্মের সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে প্রায়ই তাদের সংঘর্ষ হচ্ছিল। অনেকেই ২০০২ সালের এপ্রিলের পরিস্থিতির সঙ্গে তুলনা করে এটিকে দ্বিতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি আন্দোলন হিসেবে বর্ণনা করছিলেন।
সে সময় ইসরায়েল একটি পূর্ণ সামরিক অভিযান চালায়, যা জেনিনের যুদ্ধ নামে পরিচিত এবং যুদ্ধে অন্তত ৫২ ফিলিস্তিনি ও ২৩ ইসরায়েলি সৈন্য মারা যান। এর জেরে ফিলিস্তিনিরা ইসরায়েলে অনেকবার আত্মঘাতী বোমাহামলা চালায়। সূত্র বিবিসি




















