সংবাদ শিরোনাম ::
Pakistan-Peruth : পাকিস্তান ও পেরুতে বাস খাদে পড়ে ৬৫জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
পাকিস্তান ও পেরুতে যাত্রবাহী বাস খাদে পড়ে ৬৫জনের মৃত্যু খব পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার সকালে পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রী বাসটি খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়।
অন্যদিকে লাতিন আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহতর তালিকায় রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।




















