Oil tanker : ট্যাঙ্কারের তেল ছড়িয়ে পড়ে মেঘনার পরিবেশ বিপর্যের শঙ্কা
- আপডেট সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া ট্যাঙ্কার তিন দিনেও উদ্ধার হয়নি : ছবি সংগ্রহ
অনলাইন ডেস্ক
তিনদিনেও ১১লাখ লিটার জ্বালানিতেলসহ ডুবে যাওয়া ট্যাঙ্কার উদ্ধার সম্ভব হয়নি। মঙ্গলবার ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া সাগর নন্দিনী-২ তেলবাহী ট্যাঙ্কারটি উদ্ধারে হাত লাগানি কর্তৃপক্ষ।
জাহাজটি উদ্ধারে মালিকের তিনটি জাহাজ ঘটনাস্থলে অনা হয়েছে। ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ উদ্ধার অভিযান শুরু করা হবে।
ডুবে যাওয়া জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় মেঘনার জলে তেলের ঝাজালো গন্ধ ছড়াচ্ছে। সেই এলাকায় মাছ শিকার থেকে বিরত থাকার পাশাপাশি জল ব্যবহার বন্ধ রেখেছেন মেঘনা তীরের বাসিন্দারা। দ্রুত ডুবে যাওয়া জাহাজ উদ্ধারসহ নদীতে ছড়িয়ে পড়া তেল অপসারণ করা না হলে নদীতে থাকা মাছসহ জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতি হবে। দ্রুত জাহাজটি উদ্ধার সম্ভব
না হলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন ভোলা সদর উপজেলার মৎস্য আধিকারীক মো. জামাল হোসাইন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. হাসান মেহেদী আরিফ জানান, তারা পরিবেশ বিপর্যয় রোধে শনিবার থেকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নদী থেকে তেল উত্তোলন শুরু করেছেন। এ পর্যন্ত প্রায় ২ লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পদ্মা অয়েল কম্পানির এবং ভোলা জেলা প্রশাসনের পক্ষ তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


















