New Year 2023 : যাত্রা শুরু ২০২৩
- আপডেট সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
করোনার রেশ এবং যুদ্ধকে সঙ্গী করে আসল নতুন বছর। স্বাগত ২০২৩। করোনার প্রকোপ যখন কিছুটা মন্থরগতি ঠিক তখনই রাশিয়া-ইউক্রেণ যুদ্ধ। আর এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। ডলারের উর্ধগতি, টাকার মান পতন, মূল্যস্ফিতি, নিত্যপণ্যসহ সকল প্রকারের পণ্যের দাম বৃদ্ধি ইত্যাদি মোকাবিলা করতে হয়েছে বিদায়ী বছরে।
তারপরও বছর যায়, বছর আসে। মানুষ আশায় বুক বাধে। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ইংরেজি বছরকে স্বাগত জানিয়েছে। যদিও আতশবাজি, ফটকাবাজি ইত্যাদি বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু কে শোনে সে কথা। বারোটা বাজার আগে থেকেই বাজির আওয়াজে কান ছালাপালা।
নতুন বছরকে স্বাগত জানাতে দেশের পর্যটন স্পটগুলোকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। নিষিদ্ধ থাকার পরও ফানুষ ও আতবাজির ফাটানোর কমতি ছিল না। মানিকদি বাজার, পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় ফানুস থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরমধ্যে মানিক দিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে কাজ করতে হয়েছে।
পৃথিবীর একেক প্রান্তে ঘড়ির কাঁটা ভিন্ন ভিন্ন সময়ে মধ্যরাত স্পর্শ করার মাধ্যমে পয়লা জানুয়ারির সূচনা হয়। সে হিসেবে সবার আগে দু’হাজার তেইশ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাস।
বিশ্বের বিভিন্ন দেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করে। ২০২৩কে স্বাগত জানাতে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে স্কাই টাওয়ার থেকে আতসবাজি পোড়ানো শুরু হয়। হাজার হাজার মানুষ তা উপভোগ করে।
অস্ট্রেলিয়া, জাপানে, কুয়ালালামপুর, ম্যানিলা, তাইপে, সাংহাই, সিঙ্গাপুর, বেজিং ও হংকংএর মত পূর্ব এশিয়ার অনেকগুলো শহরে নতুন বছর স্বাগত জানানোর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে।



















