Narendra Modi : নরেন্দ্র মোদির মা হিরাবেন মায়ের মৃত্যু
- আপডেট সময় : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২০৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদি মারা গিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন হিরাবেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।
শারীরিক অবস্থার অবনতি হলে দিন কয়েক আগে হিরাবেনকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মায়ের মৃত্যুর পর নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘একটি মহিমান্বিত শতাব্দী ঈশ্বরের চরণে বিশ্রামে গেলেন।’
বুধবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি তাঁর মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটে গিয়েছিলেন। হিরাবেন গুজরাটের গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নরেন্দ্র মোদি নিয়মিত রায়সানে তাঁর মাকে দেখতে যেতেন। বিভিন্ন সময় গুজরাট সফরকালে তিনি রায়সানে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটাতেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষ, উৎসবের সময় নরেন্দ্র মোদি প্রায়ই মায়ের সঙ্গে দেখা করতে যেতেন। তিনি তাঁর মায়ের আশীর্বাদ নিতেন।
গেল ১৮ জুন হিরাবেনের বয়স ৯৯ বছর পূর্ণ হয়েছিল। এ উপলক্ষে নরেন্দ্র মোদি লিখেছিলেন, মায়ের জীবন ও আত্মত্যাগ তাঁর মন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসকে গঠন করেছে।
নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমার মা যেমন সরল, তেমনই অসাধারণ। ঠিক সব মায়ের মতো।’



















