Model mosque : সন্ত্রাস-জঙ্গিবাদ বিরুদ্ধে ইমামরা ভূমিকা রাখতে পারেন
- আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
আরও ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। এসময় তিনি বলেন, মসজিদে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান করা উচিত। আগামী প্রজন্মকে সচেতন করে তুলতে ইমাম সমাজ ভূমিকা রাখতে পারেন।
শেখ হাসিনা বলেন, ইসলামের সঠিক চর্চা এবং সব ধর্মের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। সকল অসঙ্গতি দূর করে আমাদের এগিয়ে যেতে হবে। মসজিদের ইমাম-খতিবদের বয়ানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কুফল তুলে ধরতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদে ধর্মের বদনাম হয়, বিষয়টি নতুন প্রজন্মকে বোঝাতে ইমামরা ভূমিকা রাখতে পারেন। সোমবার দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদের উদ্বোধনকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইসলাম ধর্ম যাতে আরও উন্নতভাবে পালন, ধর্মের প্রকৃত শিক্ষা এবং ইসলামের মূল্যবোধের প্রচার ও প্রসারে আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করছি। এ সময় ইসলাম ধর্ম প্রচারে সরকারের বিভিন্ন উদ্যোগ কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের ২৬ জুন সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করার প্রকল্প অনুমোদিত হয়।

এর আওতায় সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক গড়ে তোলা হচ্ছে। ২০২১ সালে ৫০টি মসজিদ এবং সোমবার আরও ৫০টিসহ ১০০টি মডেল মসজিদের উদ্বোধন করেন শেথ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ইসলামের খেদমত করে। ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা বোর্ড গঠন করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, তার জন্য অধিকার আদায় করে নিয়ে তুরাগ নদীর তীরে ইজতেমার জায়গা করে দিয়ে গেছেন জাতির পিতা। এদিন ভার্চ্যুালি সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কয়েকটি জেলার মডেল মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।




















