Mobile games : মোবাইল গেমসে মত্ত তরুণের মৃত্যু ট্রেনে কাটা পড়ে!
- আপডেট সময় : ০৮:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রেললাইনে বসে তিন বন্ধু মোবাইলে গেমস খেলায় মত্ত। তাদের রিমঝিম নামের একজন ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। শনিবার দিনগত রাত মধ্য রাতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুনিয়াউট এলাকার ঘটনা। রেলওয়ে পুলিশ জানায়, আহত আরাফাত (২২), দিপু মিয়া (২৫) এবং রিমঝিম রেললাইনে বসে মোবাইলে গেমস খেলায় মত্ত ছিলো।
এ সময় ঢাকাগামী সুরমা ট্রেনে তিনজনই কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিমের মৃত্যু হয়। অন্য দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

প্রতিদিনের মতো দিনভর কাজ শেষে সন্ধ্যায় তিনবন্ধু মিলে রেললাইনে বসে মোবাইলে গেমস খেলায় মত্ত হয়।
এ ধরনের দুর্ঘটনা রোধে রেল পথে অহেতুক আড্ডা, গেইম খেলা বন্ধে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হবে। সে সঙ্গে জনসচেতনতা বাড়াতে কর্মসূচি গ্রহণ করবে রেল পুলিশ।




















