Minimum temperature : মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল
- আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
চলতি বছরের শীত মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে। এতে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমের সর্ব নিম্নতাপমাত্রায় কাঁপছে বাংলাদেশের পর্যটন ও সীমান্ত শহর শ্রীমঙ্গল। বাংলাদেশে হিমালয়ের হিমেল হাওয়া প্রবেশের একটি পকেট হচ্ছে শ্রমঙ্গল।
সেই শ্রীমঙ্গলেই এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সিলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মৌলভীবাজারের উপজেলা শ্রীমঙ্গলে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে পা রাখছেন না। চায়ের দেশ শ্রীমঙ্গলে কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে জবুথবু ছিল মানুষ। শুক্রবার সকালে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ জনজীবনে বিপর্যয় নেমে আসে।
আবহাওয়া আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাত পেরুতেই তা ৫ দশমিক ৬ ডিগ্রি। চলতি বছরের শীত মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে। এতে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
হাড় কাপানো শীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ভাসমান মানুষদের। অনেককে ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখা যায়।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন মতে শ্রীমঙ্গলে এমনিতেই অনেক শীত। পাহাড়ি এলাকা হওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।




















