Mahasaptami : মহাসপ্তমীতে মন্ডপে ভক্তদের ভীড়
- আপডেট সময় : ০৭:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ২৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব ছবি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
জাকজমপূর্ণ দুর্গোৎসব উদযাপন হচ্ছে বাংলাদেশে। কোন রকম বিধি নিষেধ ছাড়াই জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবী বন্দনায় মেতেছে ভক্তরা। ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। যার মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ২৪১টি। এবার মণ্ডপের সংখ্যাও বেড়েছে।
গত দুই বছর পূজা উদযাপনে বিধিনিষেধ থাকলেও এবার তা নেই। স্বাভিক পরিবেশেই পুজো হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজোর মহাসপ্তমীতে মন্ডেপে মন্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। পুজোর পাশাপাশি ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। দুই বছর পর মানুষ জেগে ওঠেছে নব আনন্দে। সপ্তমীতে নানা রঙের পোশাক পরে মণ্ডপে মণ্ডপে হাজির হন ভক্তরা।
মহাসপ্তমী উপলক্ষে মন্ডপে মন্ডপে ছিলো ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্ত্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা আয়োজন। এদিনে ষোড়শ উপাচারে পূজা পান দেবী। চক্ষুদানের পর আসন, বস্ত্র, নৈবেদ্য, ফুল, চন্দন, ধূপ-দীপে পূজিত হন দেবী দুর্গা ও তার সঙ্গীরা। সোমবার মহাঅষ্টমী থেকেই মূলত মন্দিরে ও মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে।






















