ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

Jayaprada : তারকা হলেও গৃহিণী হতে পারেননি জয়াপ্রদা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৫৪১ বার পড়া হয়েছে

জয়াপ্রদা ফাইল ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অল্প বয়সেই দক্ষিণী ফিল্মজগতে নিজের পরিচয় তৈরি করে ফেলেছিলেন জয়াপ্রদা। কমল হাসন, রজনীকান্ত, শত্রুঘ্ন সিন্হা, জীতেন্দ্র, ধর্মেন্দ্র, রাজেশ খন্নার মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন।

অনলাইন ডেস্ক

সত্তরের দশকে বলিজগতে পথচলা শুরু হয়ে আশির দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছন জয়াপ্রদা। একাধারে তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, মরাঠি থেকে বাংলা ছবিতে অভিনয় করে নিজের কেরিয়ার গড়েছেন।

এক সময় শ্রীদেবীর মতো তারকাকে টক্কর দিতেন তিনি। কর্মজীবন যতটা আলোর রোশনাইয়ে ভরপুর ছিল, ব্যক্তিগত জীবন ছিল ততটাই কণ্টকময়।

১৯৬২ সালে অন্ধ্র প্রদেশে জন্ম জয়াপ্রদার। ছোটবেলা থেকে নাচ, গান এবং অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। কিশোরী বয়সে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচ করেছিলেন তিনি। দর্শকের আসনে বসেছিলেন দক্ষিণী ফিল্মজগতের এক পরিচালক। জয়ার নাচ দেখে মুগ্ধ হন।

১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘ভূমি কোসম’ নামের একটি তেলুগু ছবিতে ৩ মিনিট দৈর্ঘ্যের একটি নাচের দৃশ্যে জয়া অভিনয় করার সুযোগ পান। এই নাচের পর দক্ষিণী ইন্ডাস্ট্রির নজরে পড়েন জয়া। একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন জয়া।

কানাঘুষো শোনা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অনেকেই নাকি জয়াকে বিয়ে করতে চাইতেন। কিন্তু জয়া তখন প্রযোজক শ্রীকান্ত নাহাতার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।

নাহাতার প্রতি জয়ার এই প্রেমের নেপথ্যে ছিল কারণ ছিল ভিন্ন। আয়কর সংক্রান্ত এক গুরুতর সমস্যায় পড়েন জয়া। সেই সময় কোন তারকা জয়ার দিকে সাহায্যের হাত বাড়াননি। কিন্তু শ্রীকান্ত সব সময় জয়ার পাশে ছিলেন। জয়ার মনে হল, যে মানুষটি তার জীবনের এত বড় সমস্যায় পাশে ছিলেন, সেই মানুষটিই জীবনসঙ্গী হওয়ার যোগ্য।

শ্রীকান্তের সঙ্গে জয়ার মেলামেশা বাড়তে থাকে। সম্পর্ক ধীরে ধীরে প্রণয়ে পরিণত হয়। কিন্তু শ্রীকান্ত বিবাহি, দুই সন্তানের পিতা। জয়া সব জেনেই শ্রীকান্তের প্রেমে পড়েছিলেন। দু’জনে একসঙ্গে থাকতেও শুরু করেন।

১৯৮৬ সালে শ্রীকান্ত এবং জয়া বিয়ে করেন। বিয়ের খবর জনসমক্ষে আসা মাত্রই জয়া বলিপাড়ায় কটাক্ষের শিকার হন। শ্রীকান্তকে বিয়ে করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া।

বিয়ের পর শ্রীকান্তকে জয়া জানান যে তিনি মা হতে চান। শ্রীকান্ত কিন্তু মুখ ফিরিয়ে নেন। এই সময়ে তার প্রথম স্ত্রীর গর্ভে তৃতীয় সন্তান জন্ম নেয়।

জয়াকে কোনও দিনই নিজের বাড়িতে নিয়ে যাননি শ্রীকান্ত। আলাদা একটি বাড়িতে থাকতেন। শ্রীকান্ত মাঝেমধ্যে তার সঙ্গে দেখা করতে আসতেন। বেশির ভাগ সময় শ্রীকান্ত প্রথম স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে কাটাতেন।

শ্রীকান্তের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়তে শুরু করে জয়ার। আইনগত ভাবে বিবাহবিচ্ছেদ না হলেও শ্রীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন জয়া। পরে জয়া এক পুত্রসন্তান দত্তক নেন।

কেরিয়ারের তুঙ্গে থাকাকালীনই রুপোলি পর্দা ছেড়ে রাজনীতিতে যোগ দেন জয়া। ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-তে যোগ দেন ৩২ বছরের জয়া। ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এনটিআর (এন টি রামা রাও)-এর একটা ফোনে আমি রাজনীতিতে এসেছিলাম। ছোটবেলা থেকে ওঁর ছবি দেখে বড় হয়েছি। হঠাৎ এক দিন ওঁর নায়িকা হলাম। রাজনীতিতে আসাটাও হঠাৎ করেই হয়েছিল।

হঠাৎ করে চলে এলেও রাজনীতিতে কম সফল হননি বলিউডের এই নায়িকা। ১৯৯৬ সালে অন্ধ্রপ্রদেশে থেকে রাজ্যসভার সাংসদ হন। তবে এন চন্দ্রবাবু নায়ডু টিডিপি-র দায়িত্ব নেওয়ার পর দলের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরে।

এর পর মুলায়ম সিংহ যাদবের ডাকে সাড়া দিয়ে সমাজবাদী পার্টিতে চলে যান জয়া। যদিও ২০১০ সালে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করেন মুলায়ম। তার আগেই অবশ্য রামপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার নির্বাচিত হয়েছেন তিনি (২০০৪ এবং ২০০৯)।

২০১১ সালে অমর সিংহের সঙ্গে রাষ্ট্রীয় লোকমঞ্চ (আরএলএম) গঠন করেন জয়া। তবে তাতেও বেশি দিন ছিলেন না। ২০১৪ সালে রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর সদস্য হন। তবে ওই দলের টিকিটে বিজনৌর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর আবারও দলবদল করেন।

এ বার বিজেপি। ২০১৯ সালে গেরুয়া শিবিরের টিকিটে সেই রামপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ালেও সমাজবাদী পার্টির প্রার্থী আজ়ম খানের কাছে পরাজিত হন জয়া।রাজনীতিতে যোগ দিলেও সিনেমার পর্দাকে পুরোপুরি বিদায় জানাননি। নব্বইয়ের দশক থেকে ২০১৮ সাল পর্যন্ত সিনেমায় কাজ করে গিয়েছেন জয়াপ্রদা।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Jayaprada : তারকা হলেও গৃহিণী হতে পারেননি জয়াপ্রদা 

আপডেট সময় : ০২:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

অল্প বয়সেই দক্ষিণী ফিল্মজগতে নিজের পরিচয় তৈরি করে ফেলেছিলেন জয়াপ্রদা। কমল হাসন, রজনীকান্ত, শত্রুঘ্ন সিন্হা, জীতেন্দ্র, ধর্মেন্দ্র, রাজেশ খন্নার মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন।

অনলাইন ডেস্ক

সত্তরের দশকে বলিজগতে পথচলা শুরু হয়ে আশির দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছন জয়াপ্রদা। একাধারে তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, মরাঠি থেকে বাংলা ছবিতে অভিনয় করে নিজের কেরিয়ার গড়েছেন।

এক সময় শ্রীদেবীর মতো তারকাকে টক্কর দিতেন তিনি। কর্মজীবন যতটা আলোর রোশনাইয়ে ভরপুর ছিল, ব্যক্তিগত জীবন ছিল ততটাই কণ্টকময়।

১৯৬২ সালে অন্ধ্র প্রদেশে জন্ম জয়াপ্রদার। ছোটবেলা থেকে নাচ, গান এবং অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। কিশোরী বয়সে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচ করেছিলেন তিনি। দর্শকের আসনে বসেছিলেন দক্ষিণী ফিল্মজগতের এক পরিচালক। জয়ার নাচ দেখে মুগ্ধ হন।

১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘ভূমি কোসম’ নামের একটি তেলুগু ছবিতে ৩ মিনিট দৈর্ঘ্যের একটি নাচের দৃশ্যে জয়া অভিনয় করার সুযোগ পান। এই নাচের পর দক্ষিণী ইন্ডাস্ট্রির নজরে পড়েন জয়া। একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন জয়া।

কানাঘুষো শোনা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অনেকেই নাকি জয়াকে বিয়ে করতে চাইতেন। কিন্তু জয়া তখন প্রযোজক শ্রীকান্ত নাহাতার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।

নাহাতার প্রতি জয়ার এই প্রেমের নেপথ্যে ছিল কারণ ছিল ভিন্ন। আয়কর সংক্রান্ত এক গুরুতর সমস্যায় পড়েন জয়া। সেই সময় কোন তারকা জয়ার দিকে সাহায্যের হাত বাড়াননি। কিন্তু শ্রীকান্ত সব সময় জয়ার পাশে ছিলেন। জয়ার মনে হল, যে মানুষটি তার জীবনের এত বড় সমস্যায় পাশে ছিলেন, সেই মানুষটিই জীবনসঙ্গী হওয়ার যোগ্য।

শ্রীকান্তের সঙ্গে জয়ার মেলামেশা বাড়তে থাকে। সম্পর্ক ধীরে ধীরে প্রণয়ে পরিণত হয়। কিন্তু শ্রীকান্ত বিবাহি, দুই সন্তানের পিতা। জয়া সব জেনেই শ্রীকান্তের প্রেমে পড়েছিলেন। দু’জনে একসঙ্গে থাকতেও শুরু করেন।

১৯৮৬ সালে শ্রীকান্ত এবং জয়া বিয়ে করেন। বিয়ের খবর জনসমক্ষে আসা মাত্রই জয়া বলিপাড়ায় কটাক্ষের শিকার হন। শ্রীকান্তকে বিয়ে করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া।

বিয়ের পর শ্রীকান্তকে জয়া জানান যে তিনি মা হতে চান। শ্রীকান্ত কিন্তু মুখ ফিরিয়ে নেন। এই সময়ে তার প্রথম স্ত্রীর গর্ভে তৃতীয় সন্তান জন্ম নেয়।

জয়াকে কোনও দিনই নিজের বাড়িতে নিয়ে যাননি শ্রীকান্ত। আলাদা একটি বাড়িতে থাকতেন। শ্রীকান্ত মাঝেমধ্যে তার সঙ্গে দেখা করতে আসতেন। বেশির ভাগ সময় শ্রীকান্ত প্রথম স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে কাটাতেন।

শ্রীকান্তের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়তে শুরু করে জয়ার। আইনগত ভাবে বিবাহবিচ্ছেদ না হলেও শ্রীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন জয়া। পরে জয়া এক পুত্রসন্তান দত্তক নেন।

কেরিয়ারের তুঙ্গে থাকাকালীনই রুপোলি পর্দা ছেড়ে রাজনীতিতে যোগ দেন জয়া। ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-তে যোগ দেন ৩২ বছরের জয়া। ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এনটিআর (এন টি রামা রাও)-এর একটা ফোনে আমি রাজনীতিতে এসেছিলাম। ছোটবেলা থেকে ওঁর ছবি দেখে বড় হয়েছি। হঠাৎ এক দিন ওঁর নায়িকা হলাম। রাজনীতিতে আসাটাও হঠাৎ করেই হয়েছিল।

হঠাৎ করে চলে এলেও রাজনীতিতে কম সফল হননি বলিউডের এই নায়িকা। ১৯৯৬ সালে অন্ধ্রপ্রদেশে থেকে রাজ্যসভার সাংসদ হন। তবে এন চন্দ্রবাবু নায়ডু টিডিপি-র দায়িত্ব নেওয়ার পর দলের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরে।

এর পর মুলায়ম সিংহ যাদবের ডাকে সাড়া দিয়ে সমাজবাদী পার্টিতে চলে যান জয়া। যদিও ২০১০ সালে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করেন মুলায়ম। তার আগেই অবশ্য রামপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার নির্বাচিত হয়েছেন তিনি (২০০৪ এবং ২০০৯)।

২০১১ সালে অমর সিংহের সঙ্গে রাষ্ট্রীয় লোকমঞ্চ (আরএলএম) গঠন করেন জয়া। তবে তাতেও বেশি দিন ছিলেন না। ২০১৪ সালে রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর সদস্য হন। তবে ওই দলের টিকিটে বিজনৌর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর আবারও দলবদল করেন।

এ বার বিজেপি। ২০১৯ সালে গেরুয়া শিবিরের টিকিটে সেই রামপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ালেও সমাজবাদী পার্টির প্রার্থী আজ়ম খানের কাছে পরাজিত হন জয়া।রাজনীতিতে যোগ দিলেও সিনেমার পর্দাকে পুরোপুরি বিদায় জানাননি। নব্বইয়ের দশক থেকে ২০১৮ সাল পর্যন্ত সিনেমায় কাজ করে গিয়েছেন জয়াপ্রদা।