I M F : ভয়াবহ মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতি! সতর্কবার্তা আইএমএফ প্রধানের
- আপডেট সময় : ১০:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৪০৩ বার পড়া হয়েছে
‘২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দায় পড়তে পারে
বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ সেই মন্দার শিকার হবে
অনলাইন ডেস্ক
২০২৩ সালে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় চলতি বছর আরও কঠিন হতে যাচ্ছে।
সিবিএস নিউজের ফেস দ্য নেশন প্রোগ্রামে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এ মন্তব্য করেন।
ক্রিস্টালিনা জর্জিয়েভার শঙ্কা, আমাদের ধারণা নতুন বছরে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে।
বর্তমানে আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা ১৯০। দেশগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। ।
অপ্রত্যাশিত করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতি টালমাটাল। অতিমারির দাপট চলে দু’বছর। এর পর চলতি বছরের ফেব্রুায়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বঅর্থনীতি আরও একবার মহসংকটের মুখোমুখি।
এ অবস্থায় মন্দার অভিঘাত আরও দীর্ঘস্থায়ী হবার আশঙ্কা উচ্চারিত হলো আন্তর্জাতিক অর্থ তহবিল’র (আইএমএফ) ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা।
২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দায় পড়তে পারে। বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ সেই মন্দার শিকার হবে।
কয়েক মাস আগে ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ শীর্ষক রিপোর্টে আইএমএফের তরফে বলা হয়েছিল, ২০২৩ সালে একটি মারাত্মক মন্দার মুখোমুখি হতে পারে বিশ্ব অর্থনীতি।
কিন্তু সেই পূর্বাভাসের চেয়েও মন্দার আঘাত প্রবলতর হতে পারে বলে রবিবার সংস্থার প্রধানের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। মন্দার জেরে কর্মসংস্থানের সুযোগ কমবে, ছাঁটাই বাড়বে। অতিমারি পরবর্তী সময় থেকেই মন্দার চাপে রয়েছে বিশ্ব অর্থনীতি।
আইএমএফের তরফে গত অক্টোবরে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে ৬ শতাংশ বৃদ্ধি ২০২২-এ ৩.২ শতাংশে নামতে পারে। ২০২৩-এ তা আরও নেমে দাঁড়াতে পারে ২.৭ শতাংশে।



















