ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

homosexual : সমকামী দম্পতিই সন্তানের জন্ম দিতে চলেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৬০০ বার পড়া হয়েছে

সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আমেরিকার নিউ জার্সিতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে করেছিলেন অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু। সময়টা ২০১৯ সাল। বছর তিনেক পেরিয়ে তারা সুখবর দিলেন, জানালেন, মাস কয়েকের মধ্যে পৃথিবীর আলো দেখতে চলেছে তাদের প্রথম সন্তান। দত্তক নয়, সন্তানের ‘বায়োলজিক্যাল পেরেন্ট’ হতে চলেছেন তারা। কী করে সম্ভব?

অমিত ও আদিত্য জানিয়েছেন, বিয়ের পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন তারা। সেই মতো ডিম্বাণু দাতার খোঁজ শুরু করেছিলেন। তা মিলতেই পরবর্তী পদক্ষেপ করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (ওঠঋ) পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর কাঙ্ক্ষিত সুখবর পান আদিত্য ও অমিত।

২০১৬ সালে এক বন্ধুর জন্মদিন আদিত্য ও অমিতের আলাপ হয়েছিল। এর পর সম-লিঙ্গের বিয়ের কারণে প্রচুর ঝড়ঝাপটা সামলাতে হয়েছে তাদের। তবে দিনের শেষ খুশি তারা। কারণ তাদের দেখে অনুপ্রাণিত অনেকে।

আদিত্য জানান, তাদের ঘটনা অনেককে সাহস যুগিয়েছে। তারা বিয়ে করার পর আরও অনেক সমকামী যুগল গাঁটছড়া বেধেছেন। তাদের উদাহরণ হিসেবে দেখিয়ে নিজেদের পরিবারকে বিয়ের ব্যাপারে রাজি করিয়েছেন। সে জন্য অনেকে ধন্যবাদ জানিয়েছেন তাদের।

সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু : ছবি সংগ্রহ

আদিত্য বলেন, সন্তান জন্ম দেওয়ার বিষয়টিতেও অনেকে উপকৃত হবে। কিন্তু কীভাবে তা সম্ভব হবে? তারা জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসেই তাদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। গোটা ঘটনায় আর পাঁচজন মা-বাবার মতোই উত্তেজিত অমিত ও আদিত্য।

তাদের মতে, অন্য দম্পতির মতোই মাদার্স ডে, ফাদার্স ডে-সহ ছুটির দিনগুলি উদযাপন করবেন। যুগল জানিয়েছেন, সমকামী পিতা-মাতা নয়, সমাজ তাঁদের সাধারণ পিতা-মাতা হিসেবে ভাবুক।

সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু: ছবি সংগ্রহ

উল্লেখ্য, কিছুদিন আগে নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অমিত-আদিত্য। ইনস্টাগ্রামে বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। প্রত্যেকদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানাই, কারণ অমিতকে তিনি আমার জন্যই তৈরি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

homosexual : সমকামী দম্পতিই সন্তানের জন্ম দিতে চলেছেন

আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

অনলাইন ডেস্ক

আমেরিকার নিউ জার্সিতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে করেছিলেন অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু। সময়টা ২০১৯ সাল। বছর তিনেক পেরিয়ে তারা সুখবর দিলেন, জানালেন, মাস কয়েকের মধ্যে পৃথিবীর আলো দেখতে চলেছে তাদের প্রথম সন্তান। দত্তক নয়, সন্তানের ‘বায়োলজিক্যাল পেরেন্ট’ হতে চলেছেন তারা। কী করে সম্ভব?

অমিত ও আদিত্য জানিয়েছেন, বিয়ের পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন তারা। সেই মতো ডিম্বাণু দাতার খোঁজ শুরু করেছিলেন। তা মিলতেই পরবর্তী পদক্ষেপ করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (ওঠঋ) পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর কাঙ্ক্ষিত সুখবর পান আদিত্য ও অমিত।

২০১৬ সালে এক বন্ধুর জন্মদিন আদিত্য ও অমিতের আলাপ হয়েছিল। এর পর সম-লিঙ্গের বিয়ের কারণে প্রচুর ঝড়ঝাপটা সামলাতে হয়েছে তাদের। তবে দিনের শেষ খুশি তারা। কারণ তাদের দেখে অনুপ্রাণিত অনেকে।

আদিত্য জানান, তাদের ঘটনা অনেককে সাহস যুগিয়েছে। তারা বিয়ে করার পর আরও অনেক সমকামী যুগল গাঁটছড়া বেধেছেন। তাদের উদাহরণ হিসেবে দেখিয়ে নিজেদের পরিবারকে বিয়ের ব্যাপারে রাজি করিয়েছেন। সে জন্য অনেকে ধন্যবাদ জানিয়েছেন তাদের।

সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু : ছবি সংগ্রহ

আদিত্য বলেন, সন্তান জন্ম দেওয়ার বিষয়টিতেও অনেকে উপকৃত হবে। কিন্তু কীভাবে তা সম্ভব হবে? তারা জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসেই তাদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। গোটা ঘটনায় আর পাঁচজন মা-বাবার মতোই উত্তেজিত অমিত ও আদিত্য।

তাদের মতে, অন্য দম্পতির মতোই মাদার্স ডে, ফাদার্স ডে-সহ ছুটির দিনগুলি উদযাপন করবেন। যুগল জানিয়েছেন, সমকামী পিতা-মাতা নয়, সমাজ তাঁদের সাধারণ পিতা-মাতা হিসেবে ভাবুক।

সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু: ছবি সংগ্রহ

উল্লেখ্য, কিছুদিন আগে নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অমিত-আদিত্য। ইনস্টাগ্রামে বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। প্রত্যেকদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানাই, কারণ অমিতকে তিনি আমার জন্যই তৈরি করেছিলেন।