Hajj expenses : হজ খরচ কমল ৩০ শতাংশ
- আপডেট সময় : ০৫:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৩৬৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
সৌদি সরকার হজের খরচ কমিয়েছে ৩০ শতাংশ। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রকের আন্ডার সেক্রেটারী ড. আমর বিন রেদা আল মাদ্দাহ রবিবার এ তথ্য জানান।
এরই মধ্যে চলতি বছর হজের ইকোনমিক প্যাকেজের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে কোম্পানির সেবার মান অনুযায়ী একাধিক শ্রেণিতে ভাগ করা হয়েছে।
গত সপ্তাহে সৌদির হজ মন্ত্রক জানিয়েছিল, দেশটির স্থানীয় মুসল্লিরা চাইলে হজ প্যাকেজের অর্থ তিন ভাগে পরিশোধ করতে পারবেন।
এ কারণে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের আগে নিবন্ধন করতে হবে। পরে ৭২ ঘণ্টার মধ্যে বাছাই করা প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের স্থান নিশ্চিত করতে হবে। বাকী অর্থ দুই পরিশোধ করতে হবে।
প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ পালন করতে যান। কিন্তু ২০২০ সালে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব দেখা দিলে মাত্র ১০ হাজার মুসল্লি হজে যান।
২০২১ সালে সৌদি আরবে অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন। বিদায়ী বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন। আশা করা হচ্ছে চলতি বছর মুসল্লিরা কোনো বিধি-নিষেধ ছাড়াই হজ পালনের সুযোগ পাবেন।




















