Government Rice : পাচারকালে ১৮ বস্তা সরকারি চাল জব্দ
- আপডেট সময় : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বাজার স্থিতিমীল রাখতে ৩০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যের সাধারণের কাছে চাল বিক্রি কর্মসূচি চালিয়ে আসছে। অথচ এসব চাল সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির পরিবর্তে পাচারের উদ্দেশ্যে গুদামজাত করে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণের শেষ দিন ছিল। ওএমএসের ডিলার উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেনের গোডাউন থেকে ভ্যানগাড়ি করে ১৪ বস্তা চাল অন্যত্র পাচারের সময় স্থানীয়রা চালগুলো আটক করে।
খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে অপর একটি দোকানে তল্লাশি চালিয়ে আরো চার বস্তা চাল উদ্ধার করা হয়। যদিও যুবলীগ নেতা ও ডিলার কামাল হোসেনের দাবি উদ্ধার হওয়া চাল তার গোডাউনের নয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















