golden biscuits : ১ কোটি ৯৩ লক্ষ রুপির স্বর্ণের বিস্কুটসহ দুইজন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি বাস থেকে প্রায় ৩ কেজির বেশি ওজনের ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ : ছবি সংগ্রহ
‘ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি বাস থেকে প্রায় ৩ কেজির বেশি ওজনের ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। এ ঘটনায় বাস চালক মুহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর উমর ফারুককে গ্রেপ্তার করেছে বিএসএফ। বাসটি আগরতলা থেকে ঢাকায় হয়ে কলকাতা যাচ্ছিল। উদ্ধার স্বর্নের আনুমানিক বাজার দর ১ কোটি ৯৩ লক্ষ রুপিরও বেশি’
অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি বাস থেকে প্রায় ৩ কেজির বেশি ওজনের ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। এ ঘটনায় বাস চালক মুহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর উমর ফারুককে গ্রেপ্তার করেছে বিএসএফ। বাসটি আগরতলা থেকে ঢাকায় হয়ে কলকাতা যাচ্ছিল। উদ্ধার স্বর্নের আনুমানিক বাজার দর ১ কোটি ৯৩ লক্ষ রুপিরও বেশি।
শনিবার সকালে বিএসএফ গোপন সংবাদ পেয়ে যাত্রীবাহী বাসটিতে তল্লাশী চালিয়ে লাগেজ বগির ভিতর থেকে ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করে। বিএসএফ সঙ্গে সঙ্গে বাসের চালক, কন্ডাক্টর, বাস এবং স্বর্ণ আটক করে আরও জিজ্ঞাসাবাদের জন্য আইসিপি-তে নিয়ে আসে।
বিএসএফ আরও জানায়, গ্রেফতারকৃত বাস চালক মুহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর উমর ফারুককে জিজ্ঞাসাবাদে তারা দু’জনেই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ইতোমধ্যে তাদের গ্রেফতারির পর আদালতে তোলার প্রস্তুতি শুরু করে পুলিশ। সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়েছে ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার।


















