Gloden Abu : ২০৪ কোটি টাকার অর্থ পাচার, গ্লোডেন আবু’কে পুলিশে দিল হাইকোর্ট
- আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির আড়ালে থেকেই তৃতীয়বার হাইকোর্টে হাজির হয়েছিল ২০৪ কোটি টাকার অর্থ পাচার মামলার আসামি আবু আহাম্মদ ওরফে আবু। তবে তিনি গ্লোডেন আবু’ নামেই পরিচিত। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। হাইকোর্ট তাকে পুলিশে সোপর্দ করেন।
জানা গিয়েছে, তার বিরুদ্ধে নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল ছিল। শুধু তাই নয়, উচ্চ আদালতের নির্দেশনাও ছিলো তাকে গ্রেফতারের। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়নি।
রবিবার উচ্চ আদালতে হাজির হয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য এক সপ্তাহ সময় চান। হাইকোর্ট ধুরন্ধর এই আসামির বক্তব্যকে আমলে নেয়নি। কারণ এর আগেও হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চেয়ে পালিয়ে যায় তিনি।
আসামির উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, আপনার অনেক পরামর্শদাতা রয়েছে। সময় দিলে আপনি পরামর্শদাতাদের পরামর্শকে কাজে লাগিয়ে আবার পালিয়ে যেতে পারেন। এ কারণে আপনাকে সম্মানের সহিত পুলিশের কাছে সোপর্দ করছি। এরপরই আদালত আসামিকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন।
একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করতে নির্দেশ দেয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।



















