Genitals : ঘুমন্ত স্বামীর বিচ্ছিন্ন করা যৌনাঙ্গ নিয়ে থানায় হাজির স্ত্রী
- আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাত পোহালেই ঈদ। মধ্যরাতে ঘটে গেলো সেই আকস্মিক ঘটনা। ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কেটে নিয়ে সোজা থানায় পৌছালেন স্ত্রী স্বয়ং! ভয়ঙ্কর এই বিষয়টির পেছনে পারিবারিক কলহ ছিলো তা অনুমান করা যায়। পুলিশ আহত মো. শরীফকে (৩১)উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঔ নারীকে আটক করেছে।
বিগত আট-ন’মাস আগে শরীফের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিলো। প্রায় মাস তিনেক আগে হনুফা নামক নারীকে বিয়ে করেন শরীফ।
ঘটনা বাংলাদেশের শিল্পাঞ্চল গাজীপুর জেলার শ্রীপুরে। সোমবার মধ্যরাতে শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খণ্ডের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় ভাড়া বাড়িতে এঘটনা জানিয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন সংবাদমাধ্যমকে জানান, পারিবার কলহের জেরে এই ঘটনা।
ঘটনার পর মরীফকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হণুফা অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

























