সংবাদ শিরোনাম ::
factory fire : নাসিকে প্লাস্টিক কারখানায় আগুন, এক জনের দেহ উদ্ধার, আহত বহু শ্রমিক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
মহারাষ্ট্রের নাসিকের মুণ্ডেগাঁও গ্রামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের দেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছে বহু সংখ্যক শ্রমিক। জিন্দল গোষ্ঠীর প্লাস্টিক তৈরির কারখানার বয়লার ফেটে সকাল ১১টা নাগাদ আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে বিশাল কারখানা চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশেষ বাহিনী।
দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই কারখানা থেকে ১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। মৃত ব্যক্তি এক মহিলা। তার শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে গিয়েছে। আহত ১৪ জন শ্রমিকের মধ্যে
৪ জনের অবস্থা সঙ্কটজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Huge fire in Jindal poly films plant near Igatpuri, Nashik. pic.twitter.com/ZUMMIYP4YJ
— Neel Shah (@neelshah1304) January 1, 2023

























